রবিবার ১৭ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ মে ২০২৪ ২০ : ১১Sumit Chakraborty
সমীর দে, ঢাকা: বাংলাদেশ থেকে ভারতে গিয়ে সাংসদ আনোয়ার উল আজিম আনারকে কিভাবে হত্যা করেছে, এরপর দেহ লোপাটের রোমহর্ষক বর্ণনা দিয়েছে খুনিরা। কিলিং মিশনের প্রধান আমানুল্লাহ গ্রেপ্তারের পর বাংলাদেশের গোয়েন্দাদের কাছে ঘটনার বর্ণণা দিয়েছেন। খুনিরা জানিয়েছে, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আজীমকে খুনের জন্য ‘মূল পরিকল্পনাকারী’ আক্তারুজ্জামান শাহীন। তিনি বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। সাংসদের বন্ধুও তিনি। স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। ভারতের যে ফ্ল্যাটে সাংসদকে হত্যা করা হয়েছে, এই ফ্ল্যাটি আখতারুজ্জামানই ভাড়া করেছিলেন।
আমানুল্লাহ বলেন, আখতারুজ্জামান তাঁকে ৫ কোটি টাকার চুক্তিতে সাংসদ খুনের দায়িত্ব দেয়। পরে আমানুল্লাহই ভাড়া করেন মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলিকে। এই দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। পরে এদের দু’জনের মাধ্যমে জিহাদ ও সিয়াম নামের আরও দু’জনকে ভাড়া করা হয়। আর সাংসদকে ওই ফ্ল্যাটে আনতে ব্যবহার করা হয়, শিলাস্তি নামে এক নারীকে। ইতিমধ্যে সিয়াম সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে।
কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সাংসদকে হত্যা করা হয়েছে সেখানে ৩০ এপ্রিল আখতারুজ্জামানের সঙ্গে উঠেছিলেন আমানুল্লাহ ও শিলাস্তি। ঘটনার ছক কষে আক্তারুজ্জামান ১০ মে বাংলাদেশে চলে আসেন। অন্যরা ফ্ল্যাটে থেকে যান। খুনের পর ১৫ মে শিলাস্তি ও আমানুল্লাহ আকাশপথে ঢাকায় চলে আসেন। ১৭ মে ঢাকায় আসেন মোস্তাফিজুর, পরদিন ফেরেন ফয়সাল।
আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। তবে সূত্রের খবর, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। সাংসদ আজিম ও আক্তারুজ্জামান ওরফে শাহীনের বিরুদ্ধে সোনা চোরাচালান ও হুন্ডিসহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে।
কিলিং মিশনের প্রধান জানিয়েছে, ১২ মে সাংসদ কলকাতায় যাওয়ার পর কৌশলে ওই নারীকে দিয়ে ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়। ১৩ মে সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। পরে দেহ কয়েক টুকরো করে ব্যাগে ভরে সরানো হয়।
এই হত্যার ঘটনা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মহম্মদ হারুন অর রশীদ বলেন, কালীগঞ্জের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকান্ডটি পারিবারিক, আর্থিক নাকি অন্য কোনো কারণে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ডিবি ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে। ইতিমধ্যে ভারতের দুই জন পুলিশ কর্মকর্তা ঘটনার তদন্তে বাংলাদেশে এসেছেন। তারা গ্রেপ্তার আসামীদের জিজ্ঞাসাবাদ করবেন।
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য আনোয়ার উল আজিম আনার ‘সোনা চোরাচালানকারী’ ছিলেন এমন অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সে কী ছিল বড় কথা নয়। তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বেকারির মালিকের সঙ্গে রোজ আড্ডা, ৫০ বছর পর জানলেন তিনিই মা! ডিএনএ পরীক্ষার পর চমকে গেলেন প্রৌঢ় ...
‘তুমি একটি আবর্জনা, দয়া করে মরো’, গুগুলের জেমিনি এআইয়ের এই মন্তব্যে তোলপাড় গোটা বিশ্ব...
শ্রীলঙ্কায় নতুন জাগরণ, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের দলের জয়জয়কার ...
বাড়িতেই তৈরি হবে ১৫০০ কিলোওয়াট বিদ্যুৎ, কীভাবে ...
আর্থিক টানাপোড়েনে সন্তানকে দত্তক দিতে বাধ্য হয়েছিলেন, পাঁচ দশক পর হঠাৎ ফোন এল, তারপর? ...
মানবজাতির জন্য দুটি গুরুত্বপূর্ণ সময় ঘোষণা করলেন ইলন মাস্ক, কী ঘটবে ২০২৬ এবং ২০২৮ সালে...
পার্লামেন্টেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে শ্রীলঙ্কা প্রেসিডেন্টের দল এনপিপি...
কেবল আলো জ্বালানো-নেভানোর জন্য বেতন তিরিশ কোটি, এমন লোভনীয় চাকরিতেও মেলেনি কর্মী, কেন?...
সন্তানদের বাঁচাতে জীবন বাজি, বাঘের সঙ্গে সিংহের লড়াইয়ে জিতল কে?...
বিতর্ক ছিল অবধারিত, সেটা কী আগে থেকেই জানত পাকিস্তানি টিকটকার ...
ট্রাম্পের দেশের বাসিন্দা হতে চান, জলের দরে বিকোচ্ছে মার্কিন মুলুকের বাড়ি...
ইলন মাস্কের থেকে ধনী এই ব্যক্তি, তবুও নাম নেই বিশ্বের সেরা দশে, কারণটা কী?...
থাকবে না চাকরি, নিঃশব্দ ঘাতক হয়ে উঠছে এআই, জারি সতর্কতা...
মৃত্যুর পর কী হয় শরীরে? এমন তথ্য জানালেন নার্স মুহূর্তেই ভাইরাল, জানুন আপনিও...
জার্মানিতে পাওয়া গেল অজানা সংস্কৃত গ্রন্থ, কোন রহস্য লুকিয়ে রয়েছে এর প্রতিটি পাতায় ...
একের পর এক দেশে কেন দিচ্ছে স্বেচ্ছামৃত্যুর অনুমতি? রাখা হচ্ছে সহায়কও...
আপনার লোকেশন এবার বাতলে দেবে এআই, নতুন আবিষ্কারে শোরগোল ...